কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজার ও ইউনিয়ন পরিষদ কার্যালয় সিসি ক্যামেরার আওতায় এসেছে। এই কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ।
বৃহস্পতিবার কাশিনগর ইউপি কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও করোনা প্রতিরোধে সচেতনতা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা যুবলীগের আহ্বায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন