১২ জুন, ২০২১ ১৫:২৩

বন্ধ কলেজ ক্যাম্পাসে সবুজের সমারোহ

দিনাজপুর প্রতিনিধি

বন্ধ কলেজ ক্যাম্পাসে সবুজের সমারোহ

দিনাজপুর সরকারী কলেজ

দীর্ঘ দেড় বছর দিনাজপুর সরকারী কলেজের কোলাহল মুক্ত পরিবেশে প্রকৃতি সেজেছে নতুন সাজে। চারদিকে সবুজের সমারোহ। ঘাসে ঘাসে সাদা ফুলসহ নানা ফুলে ভরে আছে কলেজ প্রাঙ্গণ ও মাঠ। সবুজ পাতায় পাতায় ভরে গেছে গাছ। 

করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় দেশে গত বছরের ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই  কোলাহলমুক্ত পরিবেশে ক্যাস্পাস হয়ে উঠেছে সবুজ। সবুজ ক্যাম্পাস মনকে আবারও নতুন কিছু করার স্বপ্ন দেখাচ্ছে।

এইচএসসি’র প্রথম বর্ষের শিক্ষার্থী মাহী, রাফিসহ কয়েকজন জানান, 'কলেজ ক্যাম্পাস ছাড়াও নিজেদের মাঝে মাঝে ছাত্রই মনে হচ্ছে না। একবছর হলো ভর্তি হয়েছি কিন্তু এখনও ভালোভাবে নিজের ক্যাম্পাস দেখি নাই। একঘেয়েমি চলে আসাটা স্বভাবিক।'

মোসাদ্দেকসহ কয়েকজন মাস্টার্স শিক্ষার্থী জানান, 'ক্যাম্পাস প্রতিটি শিক্ষার্থীর আবেগ ও ভালোবাসার জায়গা। প্রতিটি শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বেশি আনন্দময় সময় হল ক্যাম্পাসে কাটানো মুহূর্তগুলো। করোনায় জীবনকে সংকীর্ণতা করে ফেলেছে। দিন দিন বাড়ছে হতাশা।'

শিক্ষার্থীদের প্রত্যাশা, দ্রত সময়ে উত্তরণ ঘটুক পরিস্থিতির। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হোক ক্যাম্পাস। প্রাণ ফিরে পাক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। যদিও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু আগের মতো চলছে।

দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন জানান, 'কোলাহলমুক্ত ক্যাম্পাসে প্রকৃতি নতুন সাজে সেজেছে। এছাড়াও এরই মধ্যে কিছু গাছও রোপণ করা হয়েছে। আমরাও চাই দ্রত করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে ফের শিক্ষার্থীদের আনাগোনায় ক্যাম্পাস মুখরিত হোক।' 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর