রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম ক্রাইম বিভাগের তিন থানার উদ্যোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ অভিযান-২০২১। শনিবার দুপুরে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক শাহমখদুম থানা, এয়ারপোর্ট থানা এবং পবা থানা এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের এই চারা রোপণ করেন।
প্রধান অতিথি হিসেবে তিনি শাহমখদুম থানার সিটিহাট, দক্ষিণ নওদাপাড়া রোড, ওমরপুর কুচপাড়া রোড, এয়ারপোর্ট থানার বারুইপাড়া গ্রামের তিলক্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা, রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা থানার মদনহাটি এলাকা এবং থানা প্রাঙ্গণে এসব গাছ লাগান।
এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ