'মুজিববর্ষের আহ্বান, শিশুশ্রমের অবসান' স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার কালিয়ান পাড়া গুড নেইবার'স স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস সখীপুর সিডিপির আয়োজনে এ আলোচনা সভায় বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মিঞা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, গুড নেইবারসের সহকারী ব্যাবস্থাপক (প্রশাসন) মফিজুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হক সজল, গুড নেইবারসের অভিভাবক সদস্য হাসিনা আক্তার, শিশু নাদিয়া আক্তারসহ গুড নেইবারসের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ