আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, তারা প্রকৃতপক্ষে বাঙালি জাতি ও বাংলাদেশের মানুষ হতে পারে না।’
রবিবার সকালে নিজ বাসভবন আলেয়া কর্টেজে আয়োজিত ‘মুজিব আমার মনের মানুষ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, ‘৭৫’এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে থাকা পাকিস্তানিদের দোসররা জাতির জনক এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যতদিন এদেশে মুজিব প্রেমী আর মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী মানুষরা বেঁচে আছে ততোদিন প্রকৃত ইতিহাসকে বিকৃত করা সম্ভব হবে না। সত্য ইতিহাস লেখনির মধ্য দিয়েই যুগ যুগ ধরে বেঁচে থাকবে মুজিব ও মুক্তিযুদ্ধের ইতিহাস।’
এ সময় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির লেখক মো. আবুল মনসুর, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সালেহ শফিক গেন্দা, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ