মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে নির্মাণ কাজের ভিত্তিপস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহ ওয়াজ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু। ১ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু চত্তরটি বাস্তবায়ন করছে মানিকগঞ্জ জেলা পরিষদ।
বিডি প্রতিদিন/আল আমীন