শিরোনাম
১৮ জুন, ২০২১ ১৮:১৩

মরিচ গাছের সঙ্গে শত্রুতা!

নাটোর প্রতিনিধি

মরিচ গাছের সঙ্গে শত্রুতা!

নাটোর শহরতলীর হাজরা নাটোর গ্রামে শত্রুতার জের ধরে এক কৃষকের ক্ষেতের মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় হাজরা নাটোর বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শহরতলীর হাজরা নাটোর গ্রামের উচ্চশিক্ষিত তরুণ কৃষক মোহন কুমার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ১৭ শতাংশ জমি বর্গা নিয়ে মাগুড়া বর্ষালী জাতের মরিচ গাছ রোপণ করেন। তিনি আজ শুক্রবার সকালে মাঠে মরিচ ক্ষেতে গিয়ে দেখতে পান তার অসংখ্য মরিচ গাছ উপড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে তিনি নাটোর সদর থানায় সাধারণ ডাইরী করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহন কুমার জানান, ১৭ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ জমির সব মরিচ গাছ উপড়ে ফেলা হয়েছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

নাটোর সদর থানা ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, 'এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর