ফেনীতে দোকান চুরি ঘটনার মূলহোতা দুর্ধর্ষ চোর টিন কাটা রানাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। প্রযুক্তির সহায়তায় চক্রটিকে ধরতে সক্ষম হয়েছে বলে জানায় পুলিশ।
রবিবার দুপুরে ফেনী মডেল থানার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সদর সার্কেল থয়াই মারমা।
এসময় তিনি বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের মহিপাল জিরো পয়েন্ট এলাকায় একটি দোকানের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরের দল দোকানে প্রবেশ করে বিভিন্ন কোম্পানির ১৮টি মডেলের মোবাইল, একটি ল্যাপটপ, ট্যাব, বিভিন্ন কোম্পানীর সিগারেট এবং গ্যাস লাইটার ও নগদ ৭,৫০০ টাকাসহ সর্বমোট ১ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে।
ঘটনার পরদিন ষ্টোরের মালিক মোঃ ফিরোজ আলম সুমন (৩০) ফেনী সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে কুমিল্লার লাঙ্গলকোট এলাকার মাসুদ রানা প্রকাশ টিন কাটা রানা (১৯) ফেনী সদরের মনির হোসেন প্রকাশ মঈন (২১), শহরের মহিপাল এলাকার আবুল হোসেন (২৫), সদর উপজেলার শর্শদীর মোঃ শাহ আলম (৩৮), কুমিল্লার দাউদকান্দির মোঃ রিপন (২৫), লক্ষিপুর জেলার মোঃ আক্তার হোসেনকে (২৮) বিভিন্নস্থান থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আটক করা হয়।
সদর সার্কেল বলেন, আটক আসামিদের কাছ থেকে দোকানের চুরিকৃত ১ টি ট্যাব,২ টি নরমাল মোবাইল, সিগেরেটের কার্টনসহ মোট ৬২ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয় এবং চুরির উদ্দ্যেশ্যে ব্যবহারিক রেঞ্জ, কাটার, বড় টেস্টার, হাতুড়ি ও দামা জব্দ হয়েছে।
তিনি জানান, আসামিরা এর আগেও একাধিক চুরির ঘটনাসহ অপকর্র্মের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। বিষয়গুলো আরো ব্যাপক ক্ষতিয়ে দেখা হচ্ছে। তাদের আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার