বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার অসামী আজিজুল হককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার আজিজুল উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে।
এর আগে গত ২৫ মে ওই গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ওই গৃহবধূকে মঙ্গলপুরগ্রামের আজিজুল হক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই গৃহবধূ তার প্রস্তাবে রাজি না হওয়ায় আজিজুল বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেন। ওই গৃহবধূ একই এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে যায়। বাড়ির বাহিরে থেকে ওই গৃহবধূ মাকে ডাকতে থাকলে তিনি দরজা খুলে দেন। বাড়িতে কেউ না থাকায় আজিজুল ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় গৃহবধূ চিৎকার শুরু করলে আজিজুল পালিয়ে যায়। ২৫ মে ওই গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ চেস্টা মামলা করেন। এরপর থেকে আজিজুল পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার