করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার কঠোর অবস্থানে থাকবে রাঙামাটির প্রশাসন। লকডাউন শুরু পর থেকে কোনো রকম জনসমাগম করতে দেওয়া হবে না। মাস্ক ও সামাজিক দূরত্ব অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
তিনি বলেন, দেশে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে বৈশ্বিক মহামারি করোনা। তাই মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। আর অসচেতনকারীদের প্রশাসনের পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে যে সব এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাবে সেসব এলাকায় কঠোর নিদের্শনা জারি করা হবে।
শনিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এসব কথা বলেন জলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা উপস্থিত ছিলেন।
সভায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন কার্যক্রম সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা