কুড়িগ্রাম জেলায় করোনা পরিস্থিতির অবনতি ও জেলা করোনা প্রতিরোধ কমিটি কর্তৃক ঘোষিত বিশেষ বিধি নিষেধ কার্যকর করতে জেলার বিভিন্ন মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। জেলা পুলিশ বিভাগের আয়োজনে সোমবার দুপুরে পুলিশ সুপার হলরুমে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মাহমুদ, এএসপি সদর সার্কেল উৎপল কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ডিএসবির অফিসার ইনচার্জ শাহ্ আলম, ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরোয়ার,কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।
এসময় জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেন। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, কুড়িগ্রামে করোনা পরিস্থিতির উন্নয়নে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ বিভাগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সোমবার থেকে শহরের ১০টি পয়েন্টে পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে। পথচারীদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড ও পোস্টার প্রদর্শন করা হচ্ছে। মানুষ যাতে স্বাস্থ্য বিধি মেনে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হয় এজন্য সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন