ময়মনসিংহের ফুলপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে সকাল ৮টা থেকে টহল শুরু হয়। এ সময় তার সাথে সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশও টহল দিচ্ছে। নিত্য প্রয়োজনীয় দোকানপাট ও জরুরি সেবা দানের বাহন ছাড়া কোন যানবাহন চলছে না।
ফুলপুর বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় সরেজমিন গিয়ে দেখা গেছে, বরাবরের তুলনায় আজ লোক চলাচল একেবারেই কম। মোখলেছুর রহমান নামে একজনের সাথে থানা রোডে দেখা হলে তিনি পত্রিকা কিনতে এসেছেন বলে জানান। পয়ারী গ্রামের নজরুল ইসলাম বলেন, ভয়ে ভয়ে আইছি। দুইলা মাছ কিনন লাগে। তাই ছনকান্দা বাজারে যাইতাছি।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, আমরা সকাল ৮টা থেকে পৌর শহরের গ্রীণ রোড, গোল চত্বর, বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা, ছনকান্দা, শিববাড়ী রোড ও বালিয়া মোড়সহ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছি। ইউনিয়ন পর্যায়েও টহল দেওয়া হবে। লকডাউন বাস্তবায়নে কোন ছাড় নয়। এসময় তিনি জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে বের হতে সবাইকে নিষেধ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন