রাজশাহীতে লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তাঘাটে মানুষ বের হলেই আইনশৃংখলা বাহিনীর জবাবদিহির মুখে পড়তে হচ্ছে। সকাল থেকে দৈনন্দিন কাজে মানুষজন বের হলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচলও কমেছে।
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাসহ ৯টি উপজেলায় তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা কয়েকটি টিমে বিভক্ত রাজশাহী জুড়ে টহল দিচ্ছে।
এদিকে লকডাউনের প্রথমদিনে রাজশাহীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০টি মামলায় ৬৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে। সেইসাথে ৮৬০টি মাস্ক বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন