কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) সদস্যরা। গ্রেফতার ব্যক্তির নাম হামিদুল হক (২২)। তিনি হলদিয়া পালংয়ের মৌলভী পাড়ার নুরুল আলমের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদক বেচাকেনার সংবাদ পেয়ে উখিয়া উপজেলার কোটবাজারস্থ তচ্ছাখালী ব্রিজের পাশে প্রধান সড়কে অভিযানে যায়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হলদিয়া পালংয়ের মৌলভী পাড়ার নুরুল আলমের পুত্র হামিদুল হককে একটি পলিথিন ব্যাগসহ গ্রেফতার করে। পরে পলিথিন ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর জব্দ ইয়াবাসহ তাকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ