লক্ষ্মীপুরে করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত অসহায় ৫ শতাধিক পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই