মাদকবিরোধী অভিযানে গিয়ে একটি বাড়ি হতে ২টি গাঁজার গাছ উদ্ধার করেছে বীরগঞ্জ পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির মালিক সহিদুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার সন্ধায় মামলা করে পুলিশ।
পুলিশ জানায়. বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধানের নির্দেশনায় সোমবার বিকালে একদল পুলিশ উপজেলার সুজালপুর ইউপির চাকাই গ্রামের অভিযান চালায়। অভিযানে মৃত আব্দুল সাত্তারের ছেলে সহিদুল ইসলামের বাড়ি থেকে ১০-১২ ফিট উচ্চতার ২টি গাঁজার গাছ উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শহিদুল ইসলামকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ১০ ফিট ও ১২ ফিট উচ্চতার ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাছ ২টির ওজন প্রায় ১০ কেজি। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানান।
বিডি প্রতিদিন/আল আমীন