ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারি নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গার এক্সপ্রেসওয়েতে বগাইল ওভার ব্রিজে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারি কাজী মোস্তফা (৩৫) ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের কাজী রুহুল আমিনের ছেলে। কাজী মোস্তফা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, কাজী মোস্তফা একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে কাঠালবাড়ি ঘাটের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। একটি অজ্ঞাতনামা গাড়ি ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাজী মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, অজ্ঞাতনামা ওই গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন