গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের তেলিরচালায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ করা হয়।
গত ১০ ফেব্রুয়ারি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে যাওয়া ২২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের প্রতিটি পরিবারকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন।
আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর যুবলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক, মৌচাক ইউনিয়নের সহ-প্রচার সম্পাদক নজরুল হক বাবু মণ্ডল ও স্থানীয় মেম্বার লাবিব উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই