নওগাঁয় ২০ লাখ ৮৮ হাজার টাকা সমমূল্যের ২ হাজার ৮৮টি একহাজার টাকার জাল নোটসহ শাহিনুর রহমান ওরফে হায়দার নামের একজনকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ তাকে আটক করা হয়।
র্যাব জানায়, কোরবানী ঈদকে ঘিরে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে র্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামের জোনাকির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২০ লাখ ৮৮ হাজার টাকা সমমূল্যের ২ হাজার ৮৮টি একহাজার টাকার জাল নোটসহ শাহিনুর রহমান ওরফে হায়দার নামের এক যুবককে আটক করে তারা। এ নিয়ে আজ রবিবার সকালে নাটোর ক্যাম্পে প্রেস ব্রিফিং করেন র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার।
আটক শাহিনুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। এই ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। এসময় র্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির