ভারতীয় অফিসার চয়েস (মদ) ২৩ বোতলসহ জালাল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। সে কিশোরগঞ্জের চারকান্দি বগারঢুবি গ্রামের মৃত ছাদিক মিয়ার ছেলে।
উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর এলাকার বিশ্বনাথ লামাকাজি রোড থেকে গতকাল রবিবার বিকেল ৩টায় গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েস (মদ) উদ্ধার করে করা হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অরূপ সাগর গুপ্ত কমল ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির