মানিকগঞ্জে ৩৩৩ নম্বর ও কন্ট্রোল রুমের নম্বরে ফোনের মাধ্যমে প্রাপ্ত খাদ্য চাহিদার পরিপ্রেক্ষিতে চার শতাধিক দুস্থ মানুষ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, এনডিসি এবিএম আরিফুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোনো মানুষ যাতে খাবারের কষ্ট না পায়, এজন্য জেলা প্রশাসন প্রস্তুত আছে। করোনা পরিস্থিতি দিনদিন বেড়েই চলছে। তাই করোনা সংক্রমণ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং পরিবারকে মুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক অবশ্যই পরতে হবে।
বিডি প্রতিদিন/এমআই