ঈদের দিন মেহেরপুর এবং রংপুরে সড়ক দুর্ঘটনা তিনজন করে ছয়জন নিহত হয়েছেন। আজ বুধবার বিকালে এসব সড়ক দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর মুজিবনগর সড়কে মানিকনগর গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দু'জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম (২৫), মুজিবনগর উপজেলার সোনাপুর মাঠপাড়া গ্রামের মিনারুলের ছেলে শামিম (২২) ও শরিফুল ইসলামের ছেলে শাকিল (২৩)। আহতরা হলেন- গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রকিবুল (২৩) ও ওমর ফারুক (১৯)। আহত দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এলাকাবাসী জানান, দ্রুত বেগে একটি মোটরসাইকেল মানিকনগর রোড থেকে মুজিবনগর রোডে উঠে এসময় সময় বিপরীত দিক থেকে আসা আপর একটি দ্রুতগামী মোটরসাইকলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় মোটরসাইকেলে থাকা ৫ জন জন ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তিনজনকে মৃত ঘোষণা করেন। এদিকে, পুলিশ মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
মুজিবনগর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন।
বিস্তারিত আসছে...
বিডি প্রতিদিন/আরাফাত