২৫ জুলাই, ২০২১ ২০:৩৪

ফুলপুরে করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র শশধর সেন, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাকিম সরকার, যুগ্ম  আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত প্রমুখ।

সভায় সোমবার সকাল দশটা থেকে সকল কমিউনিটি ক্লিনিকে টিকা গ্রহনে আগ্রহীদেরকে ফ্রি রেজিষ্ট্রেশন করানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া যারা টিকা নেয়নি তাদেরকে ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে নিকটতম কমিউনিটি ক্লিনিক থেকে টিকা গ্রহণ করতে বলা হয়েছে। তাছাড়া জনসমাগম এড়িয়ে চলতে ও মাস্ক পড়তে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইর যেতে সবাইকে  নিষেধ করা হয়েছে। এ ব্যাপারে নিকটতম মসজিদের মাইকে প্রচার করতে নেতৃবৃন্দ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীদেরকে অনুরোধ জানানো হয়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর