২৯ জুলাই, ২০২১ ১৯:১৪

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু

ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোনা পৌর শহরের মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কর্যালয়ে এ কর্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। 

এ সময় উদ্বোধনী উপলক্ষে পৌর শহরে পরিচ্ছন্নতা কর্মীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়। এ সময় পৌরসভা থেকে র‌্যালিটি বের হয়ে সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে পৌর মেয়র নজরুর ইসলাম খান, প্যানেল মেয়র এসএম মহসীন আলমসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ অংশ গ্রহন করেন। 

র‌্যালি শেষে মেয়র নজরুর ইসলাম খান জানান, করোনা প্রতিরোধে নেত্রকোনা পৌরসভা প্রতিদিন নানা কার্যক্রম চালিয়ে আসছে। বর্ষা মৌশুমে ডেঙ্গু প্রতিরোধেও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাসব্যাপী কার্যক্রম চলবে বলেও জানান তিনি। পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে মোট ১৬২ জন পরিছন্নকর্মী কাজ করবে বলেও পৌর কর্তৃপক্ষ জানায়। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর