নোয়াখালী সেনবাগে করোনার উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ডের চাঁদপুর মৌলভী বাড়িতে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার শাহনাজ বেগমের মৃত্যুর ২৪ ঘণ্টা পর স্বামীর আবদুল মতিনের মৃত্যু হয়েছে। একই পরিবারের স্বামী-স্ত্রীর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ করোনার স্যাম্পল দিয়ে আসার ৪ ঘণ্টা পর উপজেলার শায়েস্তানগর গ্রামের আবদুল খালেকের (৬৫) মৃত্যু হয়।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা (এমওডিসি) নির্ময় পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত