১ আগস্ট, ২০২১ ০১:৪০

শৈলকুপায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি:

শৈলকুপায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহের শৈলকুপায় আশরাফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী মাহমুদ হোসেন জানায়, শৈলকুপার গাড়াগঞ্জ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে  হাবিবপুর গ্রামের মজিদ শেখের ছেলে সেজান হোসেনের সাথে গাড়াগঞ্জ এলাকার আশরাফুলের ছেলে সজীবুলের মারামারি হয়। এ ঘটনার পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে সেজানের ভাই হাফিজুর রহমান কয়েকজনকে সাথে নিয়ে গাড়াগঞ্জ বাজারে আসে। এসময় তারা গাড়াগঞ্জ স্ট্যান্ডে বসে থাকা আশরাফুলকে মারধর শুরু করে। এক পর্যায়ে আশরাফুলকে ছুরিকাঘাত করে হাফিজ। 

এদিকে ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পরে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে দেয়। 

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসিকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন। 
সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, আশরাফুলকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর