৪ আগস্ট, ২০২১ ১৫:৩৩

সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে আট মণ চিংড়িসহ নৌকা জব্দ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে আট মণ চিংড়িসহ নৌকা জব্দ

সুন্দরবনে আট মণ চিংড়িসহ নৌকা জব্দ

সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে অবৈধ অনুপ্রেবেশ করে খালে বিষ দিয়ে শিকার করা বিপুল পরিমাণ চিংড়ি মাছসহ একটি ফেরী নৌকা জব্দ করেছে বন বিভাগ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায়  আজ বুধবার সকালে পশুর নদীতে অভিযান চালিয়ে আট মণ চিংড়ি ও ফেরী নৌকা জব্দ করা হয়। 

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. এনামুল হক জানান, 'জুন, জুলাই ও আগষ্ট এই তিন মাস সুন্দরবনে সব ধরনের মাছের প্রজনন মৌসুম। তাই এ সময়ে সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণীর অসাধু মহাজন অধিক মুনাফার লোভে জেলেদের মাধ্যমে খালে বিষ দেয়াসহ জাল দিয়ে মাছ শিকার করাচ্ছে।'

তিনি আরও বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরাদের উপস্থিতির টের পেয়ে নৌকায় থাকা ৩/৪ জন জেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা থেকে বিষ দিয়ে শিকার করা আট মণ চাকা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছে কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। আর নৌকাটি ভেঙে ফেলা হয়েছে। 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর