ফরিদপুরের সালথায় লাভলু ফকির (৪০) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ডাঙ্গী জয়কাইল ও মীরকান্দি এলাকার একটি খেলার মাঠ থেকে গলায় রশি পেচানো অবস্থায় ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়। লাভলু ফকির মীরকান্দি গ্রামের হোসেন ফকিরের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে লাভলু ফকির ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরেনি। আজ সকালে একটি খেলার মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে লাভলু ফকিরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে তার ভ্যান গাড়িটি নিয়ে যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন