গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ।
বুধবার বিকেলে উপজেলার সুত্রাপুর ইউনিয়নের গজারিয়া কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০০ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মান্নান শরীফ, সুত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সুত্রাপুর ইউনিয়নের মেম্বার আব্দুল গফুর।
আরও উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবলীগ নেতা মনোয়ার হোসেন শাহীন, পৌর যুবলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল বাবু, উপজেলা যুবলীগ নেতা শহীদুল ইসলামসহ বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই