নাটোরের গুরুদাসপুরে রোগীদের জীবন রক্ষাকারী অক্সিজেন ফ্লো মিটার ও কনসেনট্রেটর দিলো উপজেলা পরিষদ। কোভিড-১৯ চিকিৎসায় আরো একধাপ এগিয়ে গেলো গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বিভিন্ন চিকিৎসা উপকরণসহ কমপ্লেক্সটিতে ১৪ লাখ টাকা মূল্যের ৩০টি অক্সিজেন ফ্লো মিটার, ৮টি কনসেনট্রেটর ও ৩০টি পাল্স অক্সিমিটার দেওয়া হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি এসব উপকরণের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. মিলন মিয়া ও মেডিকেল অফিসার ডা. মেসবাউল ইসলাম সেতুসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/এমআই