গাজীপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের নবজাতকের (কন্যা) মরদেহটি উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার এস আই তাপস কুমার উঝা জানান, কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় পরিত্যক্ত জায়গায় এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ওই নবজাতকের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স এক দিন। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার