নাতনিকে দেখতে আসায় সাভারে নানা ও মামাকে চুরির অপবাদ দিয়ে পানির ট্যাংকের পাইপের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
১৩ মাস আগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা সোনিয়া আক্তারের সাথে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামের বসির মহাজনের ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয়। গত ১০ আগস্ট মেয়ের নানা ও মামা সোনিয়া আক্তারকে দেখতে তার বাড়িতে যায়। যৌতুক লেনদেন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে নানা শ্বশুর ও মামা শ্বশুরের ওপর নির্যাতন চালায় সোনিয়ার স্বামী আবুল কালাম ও শ্বশুরের লোকজন। নির্যাতনের ভিডিও প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই (উপ-পরিদর্শক) নাজিউর রহমান বলেন, অভিযুক্তদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাভার মডেল থানার (ওসি) তদন্ত কামাল হোসেন বলেন, অন্য আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন