পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানোর কারণে ভোগান্তি কিছুটা কমেছে। আগে ১৪টি ফেরি দিয়ে যানবাহণ পারাপার করা হতো। বর্তমানে এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যানবাহণ চলাচল সিমিত করায় এই নৌরুটে বেশি চাপ পড়েছে। আজ শনিবার সকাল থেকেই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, ছোট গাড়িসহ বিভিন্ন যানবাহনের বাড়তি চাপ দেখা যায়। বিকালের পর যানবাহণের চাপ কমতে থাকে।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এখন ১৮টি ফেরি চলাাচল করছে। ফেরির সংখ্যা বাড়াতে যানবাহণ পারাপারে গতি বেড়েছে। ঘাটে কয়েকশত ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। সেই সাথে কিছু যাত্রীবাহী পরিবহণ রয়েছে। তবে ছোট গাড়ির চাপ নেই। সন্ধ্যার পরে ঘাটে কোনও গাড়ি অপেক্ষায় থাকবে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত