নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক কর্মসূচিতে পালন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। রবিবার সকালে কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ নেতৃবৃন্দ। এসময় এক মিনিট নীরবতা পালন, বিশেষ মোনাজাত করা হয়।
অপরদিকে কানাইখালি পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পপস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
পৃথক দুটি স্থানেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরেয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান নেতৃবৃন্দ। এ ছাড়া সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ