লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় রাখাল চন্দ্র দাস (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কের বাউরা ইউনিয়নের মেচের ঘাট এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাখাল চন্দ্র দাস উপজেলার বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত টটেয়া চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। সকাল ৭ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে হাঁটছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল, সড়ক দুর্ঘটনায় রাখাল চন্দ্র দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন