সিরাজগঞ্জের তাড়াশে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৯নং ব্রিজের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর মৃত জব্বার মোল্লার ছেলে আলতাফ মোল্লা (৪০) ও একই আব্দুস সোবহান মন্ডলের ছেলে জয়নাল (৩৬)।
র্যাব-১২ এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদস্যরা মহাসড়কের ৯নং ব্রিজের উপর অভিযান চালায়। এসময় এক হাজার সত্তর গ্রাম হেরোইনসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ