গাজীপুরে গোলা থেকে ধান বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম রিফাত হোসেন (১৭)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন কাউলতিয়া এলাকার বেলাল হোসেনের ছেলে এবং স্থানীয় কাউলতিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই আরিফ হোসেন ও নিহতের চাচা জানান, সোমবার দুপুরে বিক্রির জন্য বাড়ির গোলা থেকে বস্তায় ভরে উঠানে ধান বের করছিল রিফাত। বস্তা বের করার সময় উঠানে কাপড় শুকানোর জন্য একটি তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বিদ্যুতের অপর একটি তার ছিড়ে ওই তারের উপর পড়ে জড়িয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার