নোয়াখালীর সুধারামে পুলিশের এক নারী কনস্টেবলকে উত্ত্যক্ত করার অপরাধে শাফায়েত এলাহী (২২) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) ওই নারী পুলিশের দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা অভিযোগে শাফায়েত এলাহীকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মো. সারোয়ারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারী কনস্টেবল রবিবার ফেনী থেকে মাইজদী যাওয়ার পথে সুগন্ধা বাসে পাশের সিটে বসে তাকে যৌন হয়রানিসহ উত্ত্যক্ত করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে সুধারাম থানা পুলিশের হাতে সোপর্দ করে মামলা করেন।
বিডি প্রতিদিন/হিমেল