'মুজিব বর্ষে বৃক্ষরোপণ করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি'-এই শ্লোগানে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শরীয়তপুরের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এণ্ড কলেজে অনলাইন প্লাটফর্মে আজ মঙ্গলবার সকালে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এসময় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ উজ্জামান এবং শিক্ষা প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বেপারী উপস্থিত ছিলেন। ওই দিন প্রতিষ্ঠানের তিন হাজার পাঁচশ' শিক্ষার্থী নিজ বাড়িতে কমপক্ষে একটি করে ফলজ বৃক্ষ রোপণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির