করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার সীমিত আয়োজনে জয়পুরহাটে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে পূজা অর্চনা, প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের কেন্দ্রীয় শিব মন্দিরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হৃষিকেষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূষ্ণা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমুখ।
শেষে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেতে প্রার্থনা করা হয়।
বিডি প্রতিদিন/কালাম