বিগত বছরে এই সময় বরগুনার বিষখালী ও বুড়ীশ্বর (পায়রা) নদীর ইলিশ ও বিভিন্ন মাছের বাজার সয়লাব থাকলেও এবছর ইলিশের ভরা মৌসুমে উপকূলীয় জেলার বিষখালী ও বুড়ীশ্বর (পায়রা) নদীতে ইলিশ ধরা পড়েছে না। প্রতিদিন জেলেরা জাল ফেলে ফিরে আসছে শূন্য হাতে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। পূর্ণিমার তিথিগুলোতে গভীর সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য ঝাঁকে-ঝাঁকে ইলিশ নদীতে চলে আসে।
এসময় জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে। কিন্তু এবারের পূর্ণিমা তিথিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে না। জেলেরা ধারণা করছেন, বিষখালী ও বুড়ীশ্বর (পায়রা) নদী ইলিশ শূন্য হয়ে পড়েছে। পূর্ণিমার জো কেঁটে যাওয়ায় এখন আর বিষখালী ও বুড়িশ্বর নদীতে ইলিশ মাছ পড়ছে না। আবারও অমাবস্যা জো এলেই হয়তো রূপালী ইলিশ ধরা পড়ার ধারণা করছে জেলেরা।
বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বিষখালী ও পায়রায় নদীতে স্রোত ও গভীরতা কমে যাওয়া এবং নদীতে ইলিশ বিচরণের জন্য অনুকূল পরিবেশ না থাকায় এখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। তবে আগামী কয়েক দিনের মধ্যে অনেক ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।
বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বলেন, ধান ও সবজি ক্ষেতে ব্যাপকভাবে রাসায়নিক সার ব্যবহারের কারণে নদীর পানি বিষাক্ত হয়ে যাওযায় ইলিশসহ বিভিন্ন মাছ বিশখালী ও বুড়ীশ্বর নদী থেকে হারিয়ে যাচ্ছে। এছাড়াও প্রতিদিন নদীতে অপচনশীল দ্রব্য ও বর্জ্য ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির