জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানা ও চর্চার বিষয়টি গুরুত্ব দিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে বিজয়ীদের মাঝে আর্থিক পুরস্কার, বই, সনদপত্র বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জয়পুরিয়ান ট্রাস্টের সদস্য তানভীর রহমান, নাফিউল হাদী বাধন, এবিএম কামরুল হাসান শৈবাল, মেফতাহুল আল, মাসুম রেজা, শাকিল হোসেন, ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার