জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ একটি মেছো বাঘ উদ্ধার করেছে। পরে বাঘটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে মো. সোহাগের খাঁচায় বাঘটি আটকে যায়। পরে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা বাঘটিকে মেরে ফেলতে চায়। তখন গোপনে ৯৯৯-এ ফোন করে এক ব্যক্তি। সেই সংবাদের ভিত্তিতে বাঘটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের মো. সোহাগের মুরগির ফার্মের পাশে একটি জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের মধ্যে বনবিড়াল ধরার একটি খাঁচা রেখে দেয় মালিক। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিরল প্রজাতির এই বাঘটি আটকা পড়ে।
কালুখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ৯৯৯ থেকে আমরা প্রথম বাঘের সংবাদ শুনতে পাই। সংবাদ শুনেই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ সময় বাঘটিকে মুরগির মাংস খেতে দেই। বাঘ মাংস খেয়ে সুস্থ হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনবিভাগের কাছে বাঘটি হস্তান্তর করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ৯৯৯-এর নতুন একটি মাত্র যুক্ত হলো। একটি বন্যপ্রাণী উদ্ধার হওয়া একটি ভালো সংবাদ। দ্রুত পুলিশ ঘটনাস্থলে না গেলে হয়তো বাঘটিকে হত্যা করা হতো। বনবিভাগ বাঘটি খুলনায় নিয়ে যাবে। সেখান থেকে সিদ্ধান্ত নিবে বাঘটি তারা কোথায় অবমুক্ত করবেন।
বিডি প্রতিদিন/হিমেল