কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক বিএনপি নেতা নাশকতা মামলার আসামি নূর হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
নূর হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাজার পাড়ার মৃত আহমদ কবিরের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। ২০০৮ সালে নাশকতা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নূর হোসেন নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করে। আজ বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির