জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে।
আজ বুধবার দুপুরে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে শহরের ভায়না দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় জেলা বিএনপির সদস্য সচিব মো. আকতার হোসেন ও যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জামান খান, মাসুদ হাসান খান কিজিল, যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও ছাত্রদল সভাপতি আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় তারা অবিলম্বে দলীয় চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানান। সেই সাথে সারা দেশে দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন