বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর পশ্চিম পাড়ার আব্দুল মালেক (১৯) ও একই এলাকার বুলেট সরদার (২৮) ও ধনুপাড়া গ্রামের শহিদুল ইসলাম (২৬)। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, পৌর শহরের স্টেশন রোডে সিএনজি স্ট্যান্ড এলাকায় প্লাষ্টিকের বাজার করা ব্যাগে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্য দাঁড়িয়ে ছিলেন তিন যুবক। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার