দীর্ঘ পাঁচ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর-২০২১ (বৃহস্পতিবার) রাজবাড়ী শহীদ রেলওয়ে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম সন্ধ্যায় এ তথ্য নিশ্চত করেছেন। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন করা সম্ভব হয়নি। করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসায় কারণে কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে ২০১৫ সালে বুধবার শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমকে সভাপতি ও কাজী কেরামত আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন