ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাসট্যান্ড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত পল্লীচিকিৎসক আব্দুল কাদির (৭০) মারা গেছেন।
জানা যায়, পল্লীচিকিৎসক আব্দুল কাদির গতকাল শুক্রবার রাত ১১ টার সময় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার সময় তিনি মৃতবরণ করেন।
পল্লীচিকিৎসক আব্দুল কাদির উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মৃত হাছেন আলীর ছেলে। ৪০ বছর ধরে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন তিনি।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/ফারজানা