যমুনা নদীর পানি কিছুটা কমলেও জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো পানিবন্দি ৩৬ ইউনিয়নের ৮০ হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি কিছুটা কমলেও এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সবমিলিয়ে জামালপুরের ৬ উপজেলার ৩৬ ইউনিয়নের অন্তত ৮০ হাজার মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে বসতবাড়ি, রাস্তা-ঘাট, বিস্তীর্ণ এলাকার ফসলি জমি।
বসতঘরে পানি ওঠে পড়ায় বন্যা দুর্গত মানুষেরা সরকারি আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন উঁচু বাঁধ ও সড়কে আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য এ পর্যন্ত ৭৭ মেট্রিক টন চাল ও নগদ ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর