ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার ও ৩টি বলগেট জব্দ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন উপজেলার মেঘনা নদীতে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ নেতৃত্বে ও ইন্সপেক্টর তদন্ত নুরে আলমের দিক নির্দেশনায় পশ্চিম ইউনিয়নের চরলাপাংয়ে অভিযান পরিচালনা করেন। এর আগে, অভিযানের খবর পেয়ে মালিকপক্ষ পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, নবীনগরে বালু উত্তোলনের জন্য কাউকে লিজ দেয়া হয়নি। অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন প্রায়ই অভিযান পরিচালনা করে আসছে। গত বছরে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত